ভালোবাসার অন্য একটি অব্যর্থ তদবীর
নিম্নের নকসাটি কাঁচা মাটির পেয়ালায় লিখে, ঐ পিয়ালা চুলার তলদেশে আগুনের নীচে দাফন করবে । নকসার গুনাগুন দেখতে পাবে । এই তদবীরটি অন্যভাবে করা যায় ।
মাশুক যদি পুরুষ হয়, তবে একটি বকরী ছাগলের সামনে ডান বাজুতে, আর মাশুক যদি নারী হয়, তবে বকরীর বাম রানে নিম্নের নকশা লিখে তাতে কিছু মধু মিশ্রিত করে আগুনের মধ্যে দাফন করবে । মাশুক পাগল হয়ে মিলিত হবে ।
প্রেমে পাগল হয়ে কাছে ছুটে আসবে তার তদবীর
কারোর জন্য এই তদবীর করলে সে পাগলের ন্যায় কাছে ছুটে আসবে । এই তদবীরের ফলে উদ্দিষ্ট ব্যক্তির অবস্থা এমন হবে যে, কোন ক্রমেই তাকে আশেকের নিকট হতে বিচ্ছিন্ন করা যাবে না । তদবীরটি এই নিয়মে করতে হবে ।
নিম্নের নকশাটি এক টুকরা সুতীর নতুন কাপড়ে লিখে সলতে তৈরি করে সরিষার তেলের আগুনে জ্বালাবে । এবং এ সময় উদ্দিষ্ট ব্যক্তিকে নিজের দিকে ঝুকাবার নিয়ত করবে । সাথে এর ফল পাওয়া যায় ।
প্রেমিকাকে নিকটে পাওয়ার একটি পরীক্ষিত তদবীর
নিম্নোক্ত নকশাটি মেশক জাফরান দ্বারা কাগজে লিখে তা কাপড়ে পেচিয়ে প্রেমিকার গৃহের সামনের দরজায় বহির্ভাগে বা পিছনে দরজায় অভ্যন্তর ভাগে মাটির নীচে গেড়ে দিলে অবশ্যই প্রেমিকাকে নিকটে পাওয়া যাবে । নকশা এইঃ-
ভালোবাসার তাবিজ
কোন প্রেমিক যদি তার প্রেমিকাকে নিকটে পেতে চায়, তবে নিচের নকশাটি রবিবার দিন বা মঙ্গলবারের দিন বা বৃহস্পতিবারের দিন লিখে সুগন্ধি তেলে জ্বালাবে এবং বাতির মুখ প্রেমিকার ঘরের দিকে রাখবে । ইনশাআল্লাহ প্রেমিক কাছে উপস্থিত হবে আর অনুগত হবে ।
একটি মন্তব্য পোস্ট করুন