পালাতক রমনীকে হাজির করিবার আফছুন

 


পালাতক রমনীকে হাজির করিবার আফছুনঃ

যে সকল রমণী পতির ঘর ছাড়িয়া উপপতির সঙ্গে দুরদেশে পলায়ন করিয়া থাকে কিম্বা পরের কথায় ভুলিয়া স্বামীকে ত্যাগ করিয়া মাতাপিতা কি আত্নীয় লোকের বাড়ীতে গিয়া পলায়ন করিয়া থাকে আর স্বামীর কাছে আসিতে চাহে না । পুরুষের ঘর করিতে ইচ্ছা করে না । এমন পলাতকা নারীকে আনিতে হইলে কি বশ করিতে হইলে চল্লিশ দিন সেই স্ত্রীলোকের নাম লইয়া এই আয়াত পাঠ করিবে । কিন্তু আয়াত পাঠ করিবার সময় বিশুদ্ধ পবিত্র হইয়া ৭০বার পাঠ করিবে ।

 

আয়াতঃ লা-ইলাহা আল্লাল্লাহ ইয়া আজরাইল ফালালায়নে রুহ মেলা ছুয়ে আকবর-

ফলালায়নে বলিবার পরে নাম লইতে হবে ।

 

দ্বিতীয় হেকমতঃ

যাহার স্ত্রী ভ্রষ্ঠা হইয়া দুরদেশে চলিয়া যায় , কোন মতে আসিতে চাহে না তাহাকে যদি কেহ পুনবার গৃহে আনিয়া ঘর-সংসার করিতে ইচ্ছা হয় ,তুবে শনিবার কিম্বা মঙ্গলবারে একটা কাল পেচা মারিয়া সেই কাল পেচার জিব্বা আর বানচাড়াল গাছের শিকর শনিবারে তুলিয়া এই দুটি দ্রব্রের একটি গুলি তৈয়ার করিবে । ঐ গুলি যেমন সেই রমনীরকে দেখাইবে অমনি উন্মাদিনী হইয়া সঙ্গে সঙ্গে আসিয়া পৌহিবে কিন্তু বিবাহিতা স্ত্রী ব্যাতিত অন্যের জন্য কাটিবে না ।

Post a Comment

أحدث أقدم

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন