আধকপালি ও মাথা ব্যাথার ঝাড়ন মন্ত্র

মাথা ব্যাথায় ভোগেনি এমন মানুষের সংখ্যা সমাজে খুবই বিরল । স্নায়ূবিক বিভ্রাট,পারিপার্শি্ক প্রতিকূল আবহাওয়া এবং মেধার অধিক পরিশ্রমজাত অবস্থার সাময়িক বহিঃপ্রকাকাশের ফল মথাব্য্যথা । আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এগুলো সাইনোসাইটিস, মাইগ্রেণ ইত্যাদি নামে পরিচিত ।

কপালে প্রচন্ড ব্যথা হলে চিকিৎসক প্রথমেই বিষকপালী নামক একটা গাছের শিকড় উঠায় । শিকড় উঠানোর সময় নিম্নোক্ত মন্ত্রটি পাঠ করা হয় ।

মাথা মাথা মুর মাথা

এই মাথার বিষ,

কে ঝাড়ে? গুরু ঝাড়ে,

গুরু গিয়া মাই ঝাড়ে ।

এক নিঃশ্বাসে তিনবার মন্ত্রটি পড়ে শিকড় উঠায় । তারপর শিকড়টা কপালে চেপে ধরে এদিক থেকে ওদিক তিনবার টানে । সে সময় আরো একটি মন্ত্র পড়তে হয় । 

আলীর হাংকা

সীতার বান,

অমুকের বিষ কপালী ব্যথা

কাটিয়া করনু খান খান ।

হর বিষ হর, ঝর ঝর নির্ঝর

গোড়লের হুঙ্কার,

হুঙ্কারে ভূমে মাটিতে পর

হেট ছেড়ে উপরে ধাবে

দোহাই লাগ ঈশ্বর শিবের

মাথা খাবে ।

কপালে ঘষা শিকড়টা ফেলে দিতে হয় তিন মাথার মোড়ে । ঐ পথে প্রথম যে যায় সেই আধকপালী রোগের শিকার হয় । এ কারণে শিকড়টি অনেকেই নদীতে বা পুকুরে ফেলে দেয় । কপালের ব্যথা তা যে ধরনেরই হোক না কেনো অধিক দিন স্থায়ী হয় না । লোকচিকিৎসকেরা মন্ত্র ও ঔষধ প্রয়োগ করে থাকে একাদিক দিন । তাঁদের চিকিৎসায় হয়তো মাথা ব্যথা দূরীভূত হয় না- দূরীভূত হয় প্রাকৃতিক নিয়মে । কিন্তু গৌরব প্রাপ্তি ঘটে লোকচিকিৎসকের আর এর ফলেই লোকসমাজে মাথা ব্যথায় অন্য কোনো চিকিৎসকের কাছে না গিয়ে প্রথমেই ওঝা কবিরাজের দ্বারস্থ হয় । এ নিয়মের ব্যত্যয় সহজে ঘটবে বলে মনে হয় না ।

আধ-কপালি মাথা ব্যথা (মাইগ্রেণ) ব্যথা নিরাময়ের মন্ত্র

চিলি মিলি আধ কপালি

কুন্ঠে পালু বিষের হাড়ি

শিবের হাঙ্কার মহাদেবের বর

কপালের বিষ মাটিতে ঝড়ে পড় । 

প্রয়োগ বিধিঃ সকাল বেলা বাসী মুখে এক নিঃশ্বাসে এই মন্ত্র তিনবার পাঠ করে রোগীর কপালে ফু দিতে হবে ।

মাথা ব্যথা ভালো করার মন্ত্র

মাথাতে বসিলা মাগো

তুই মাথা মুরা হইয়া,

মাথারই যন্ত্রণাগুলা

দে মা ছাড়িয়া ।

দোহাই লাগে রামচন্দ্রের

করুণা করিয়া 

ওরে মারিব ঝিলিক 

বান ফেলাব কাটিয়া ।

কৃষ্ণ আয় আয়

গড়ুর হুংকারে বিষ

পাতালে চলে যায় ।

নিয়মঃ এই মন্ত্র এক নিঃশ্বাসে একবার পড়ে রোগীর কপালে তিনবার ফু দিতে হবে । এভাবে নয় বার ফু দিলে ব্যথা দূর হবে ।

Post a Comment

أحدث أقدم

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন