সু-বিখ্যাত ইউনানী চিকিৎসক "আফ্লাতুন ও জালিনুস বলিয়াছেন" স্ত্রীলোকের জরায়ুর মুখ হায়েজ হইতে পবিত্র হওয়ার দিন হইতে ১২ দিন পর্যন্ত খোলা থাকে । উক্ত দিন সমূহের মধ্যে সহবাস করিলে সু-সন্তান জন্মে । ঋতু বন্ধের দিন হইতে ১২দিনের মধ্যে কোন কোন দিন সহbas করিলে পুত্র বা কন্যা হইবে এবং উহাদের চরিত্র কিরূপ হইবে সে বিষয় বিজ্ঞ ইউনানী চিকিৎসকগন তাহাদের অভিমত জানাইয়াছেন, তাহা এইরূপঃ-
১। হায়েজ হইতে গোসল করিয়া পাক হওয়ার প্রথম সহবাসে পুত্র হইলে অল্পায়ু হয় এবং কন্যা হইলে মৃত্যু মুখে পতিত হয় ।
২। দ্বিতীয় দিনের সহবাসের ফলে ১নাম্বার মতো ঘটিয়া থাকে ।
৩। তৃতীয় দিনের সহbase ফলে কন্যা সন্তান হইলে অল্প আয়ু ও অপূর্ণাঙ্গ হইয়া থাকে । পুত্র হইলে দীর্ঘ আয়ু হয় ও পূর্ণাঙ্গ হয় ।
৪। চতুর্থ দিনের সহবাse পুত্র সন্তান সচ্চরিত্র ও ধার্মিক হয় ।
৫। পঞ্চম দিনের সহবাse নিল্লজ্জ ও কুলটা হইয়া থাকে ।
৬। ষষ্ঠ দিনের সহবser সন্তান দুর্ভাগ্য ও দরিদ্র হইয়া থাকে ।
৭। সপ্তম দিনের সহবাSE যদি কন্যা সন্তান জম্ন হয় সে কন্যা স্বামী কর্তৃক ত্যাজ্য হয় এবং ব্যভিচারে লিপ্ত হয় ।
৮। অষ্টম দিবসের যদি কন্যা সন্তান জন্ম হয়, সেই পুত্র শান্ত প্রকৃত সম্পন্ন ও ধার্মিক হইয়া থাকে ।
৯। নবম দিনের সহবাSE ভাগ্যবতী কন্যা জন্ম হয় ।
১০। দশম দিনের সহবাSE সৌভাগ্যবান পুত্রের জন্ম হয় ।
১১। একাদশ দিনের SOHOবাসে সুশ্রী, গুণবতী ও ধার্মিকা কন্যা সন্তান জন্ম হয় ।
১২। দ্বাদশ দিনের সহবাসে ধার্মিক, সত্যবাদী ও সাধু পুত্র সন্তান জন্ম হয় ।
একটি মন্তব্য পোস্ট করুন