কেহ কোন কিছু দেখিয়া ভয় পাইলে তাহার ঝাড়া ও পানি পড়া মন্ত্র

যদি কেহ কোন কিছু দেখিয়া ভয় পাইয়া যায় তবে নিচের মন্ত্র তিন বার পাঠ করিয়া পানির মধ্যে তিনবার দম করিয়া তাহাকে খাওয়াইয়া দিলে ও মন্ত্র পাঠ করিয়া তাহার শরীরে কয়েকটি ফুক দিলে আল্লাহর রহমতে তাহার আর কোন ভয় ভীতি থাকিবে না ।

মন্ত্রঃ এ জানকে বেজান মারি

লোহারকে বাণ মারি

পাঁচ আত্মা পাঁচ পরাণ আনো

আল্লাহ অমুকের ভিতরে তুমি ।

যদি না দাও আল্লাহ তুমি ।

যদি কেহ কোন কিছু দেখিয়া ভয় পাইয়া যায় তবে নিচের মন্ত্র তিন বার পাঠ করিয়া পানির মধ্যে তিনবার দম করিয়া তাহাকে খাওয়াইয়া দিলে ও মন্ত্র পাঠ করিয়া তাহার শরীরে কয়েকটি ফুক দিলে আল্লাহর রহমতে তাহার আর কোন ভয় ভীতি থাকিবে না ।


Post a Comment

أحدث أقدم

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন