নজর দোষ কাটানোর দোয়া ও মন্ত্র

নজর দোষ কাটানোর দোয়া, নজর দোষ কাটানোর উপায়, বাচ্চাদের নজর দোষ কাটানোর উপায়, বাচ্চাদের নজর না লাগার দোয়া, নজর লাগার মন্ত্র, বদনজরের লক্ষণ, বদ নজর, মায়ের বদনজর,

১। নজর দোষের লবণ পড়া

প্রথমত বয়স অনুসারে মাত্রা ঠিক করে নিবে, আর উক্ত লবণকে নিজের বাম হাতের হাতালীর উপরে অথবা কোন পাতার উপর নিয়ে নিম্নলিখিত এসম আজমগুলি পাঠ করে ফুক দিয়ে রােগীকে খেতে দাও, আর রােগী উহা মুখে ফেলে পানি দিয়ে গিলে খেয়ে নিবে। ইনশা আল্লাহ নজর দোষ জনিত পেটের গােলযােগ ভাল হয়ে যাবে। কোন সন্দেহ নেই। 

প্রথম প্রকার লবণ পড়াঃ

১। কলেমা তৈয়ব    - তিনবার পড়ে তিনটি ফুক দাও | 
২। কলেমা শাহাদাৎ    - তিনবার পুড়ে তিনটি ফুক দাও। 
৩। কলেমা তৌহিদ    - তিনবার পড়ে তিনটি ফুক দাও। 
৪।  কলেমা তমজিদ    - তিনবার পড়ে তিনটি ফুক দাও। 

দ্বিতীয় প্রকার লবণ পড়া মন্ত্রঃ

আন কাটি বান কাটি
উড়ি দোনাে কান্ কাটি 
ছেদ কান্ ভেদ কাটু | 
নজর দৃষ্টি কাট 
না কাট বলি কার দোহাই 
হুকুম আল্লার আর ।
দোহাই খােদার।। 
৫ বার পড়ে পাঁচটি ফুক দাও। 

তৃতীয় প্রকার লবণ পড়া মন্ত্রঃ


ঘর ঢুকতে মুধন্‌ কাপে 
বাইরে বেরােতে সূর্য কাঁপে।
আওয়াসরায় দিয়ে পা
লোকের বেটা বেটী কাড়েরা ।
ধর ধর নূন পড়া খা ।
হাড়ের ঘর চামের কুড়ে
পেট ব্যথা পেট কাঁকড়ী
মর তুই নুনে পুড়ি 
তোকে দোহাই আল্লার । 
৫ বার পড়ে পাঁচটি ফুক দাও। 


Post a Comment

أحدث أقدم

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন