মঘা শাস্ত্র কবিরাজি pdf বই

 



বইয়ের নামঃ মঘা শাস্ত্র কবিরাজি pdf বই
বইয়ের পৃষ্টাঃ ১০৮ পৃষ্ঠা
বইয়ের সাইজঃ ১২৯ এমবি
বইয়ের ধরনঃ কবিরাজি pdf বই
বইয়ের ফাইলঃ pdf google drive link

এই বইয়ের pdf ফাইল নিতে চাইলে যোগাযোগ করুনঃ imo & whatsapp নাম্বারঃ 01828370914 । সরাসরি বইয়ের ছবি দিয়ে মেসেজ দিবেন । 


বইয়ের সুচিপত্র দেখুন




প্রকাশকের কথা 
সকল প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জাহানের মালিক। দুরূদ ও সালাম সেই মহানবী (সাঃ)-এর প্রতি যিনি সমস্ত জগতের জন্য আল্লাহর করুণা স্বরূপ প্রেরিত হয়েছিলেন।

মহান আল্লাহর অশেষ কৃপায় আসিরে ইসমে আজম বা ফকিরি চিকিৎসা কেতাবখানি ছাপাইয়া সাধারণের সম্মুখে পেশ করার প্রয়াস পেলাম। উক্ত বইখানা “মদিনা বুক ডিপাের” মালিক শাহিদ আনােয়ার কোন কারনে না ছাপায় পাঠক বর্গের বিশেষ অসুবিধা হইতেছিল। | তাহা উপলব্ধি করে উক্ত শাহিদ আনােয়ারকে ছাপতে বলায় তিনি বললেন আপনি ছেপে পাঠকদের সম্মুখে পেশ করুন। তাঁর কথামত গ্রন্থস্বত্ব ক্রয় করে ছাপার প্রয়াস করলাম। এই কেতাবে কোন ভুল ত্রুটি থাকলে তা আমাদের জানান। আমরা তাহা পরবর্তী সংস্করণে শুদ্ধ করবাে। পাঠকগণ উক্ত জনাব সৈয়দ আব্দুর রউফ আ সােয়নী দাসপুরী (রহঃ) কৃত আসিরে ইসমে আজম বা ফকিরি চিকিৎসা কেতাবখানি পাঠ করে উপকৃত হলে আমাদের শ্রম সার্থক মনে করবাে। বইটির তিনটি খন্ড, পর পর সাজিয়ে একত্রে ছাপা হল। ইহার কোন অংশ বাদ বা সংযােজন করা হয় নাই। সুতরাং কেহ ইহার অন্য খণ্ডের তালাশ করবেন না। সমস্ত খণ্ড একত্রে সংযােজন করিয়া পাঠক পাঠিকাদের সামনে পেশ করা হইল। 


দো-জাহানের সকল কার্যকলাপের প্রকৃত নিয়ন্ত্রক স্বয়ং আল্লাহ পাক। দুনিয়া ও দুনিয়াকামীর ক্ষয়-লয়, আপদ-বিপদ, সুখ-শান্তি সবই তাঁরই হুকুমে সংঘটিত হয়ে থাকে। তাই মানবজাতিরও উচিত সকল বিষয়ে তারই শরণাপন্ন হওয়া। কিন্তু মানুষ সেকথা ভুলে যায়। 

প্রকৃত নিয়ন্ত্রার প্রতি কোনরূপ মনােযােগ না দিয়ে সে আশ্রয় নেয় বস্তুজগতের বিভিন্ন উপাদানের উপর। তাতে সে কখনাে বা মক্তি পায় আবার কখনাে বা আরাে বেশী দুর্দশায় জর্জরিত হয়ে পড়ে। কারণ বস্তুগত উপাদানের যে প্রতিক্রিয়া তা আল্লাহই প্রদত্ত। প্রকৃত মুমিন তার সকল কর্মকাণ্ডে আল্লাহর সাহায্য কামনা করেন।

আল্লাহর নিকট সাহায্য কামনা করার প্রকৃত পদ্ধতি—যা মণীষীদের মাধ্যমে সর্বযুগে পালিত হয়ে আসছে। প্রকৃত আ’মালিয়াত ও তাবীজাত বিষয়ে বাংলা ভাষায় পুস্তকাদির সংখ্যা খুবই নগণ্য। আবার সবগুলাে সমানভাবে নির্ভরযােগ্যও নয়। বহু গ্রন্থ প্রণেতা প্রসিদ্ধ কামেল বুযুর্গ মৌলবী সৈয়দ আব্দুর রউফ আল হােসায়নী দাসপুরী (রহঃ) লিখিত আসিরে ইসমে আজম বা ফকিরি চিকিৎসা গ্রন্থখানি অতি পরিচিত একটি নাম। সকল শ্রেণীর উলামায়ে কেরামের নিকট গ্রন্থখানি গ্রহণযােগ্য। সে কারণেই আমরা এর বাংলা সংস্করণ প্রকাশের উদ্যোগ গ্রহণ করি। গ্রন্থখানির আঙ্গিক ও মান উন্নত করতে আমরা যথাসম্ভব চেষ্টার ত্রুটি করিনি। তথাপি ভুলভ্রান্তি থেকে যাওয়া অসম্ভব নয়। তাই কারাে নিকট ত্রুটি-বিচ্যুতি ধরা পড়লে আমাদের অবহিত করতে অনুরােধ জানাই। আমরা পরবর্তী সংস্করণে সংশােধনের চেষ্টা করবাে। আল্লাহ আমাদের ক্ষুদ্র উদ্যোগ কবুল করুন—আমিন!

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন