কাহারো সাথে প্রণয় স্থাপন করার তদবিরঃ
যাহার সাথে ভালবাসা করিতে চাহিবে তাহার মাথার সম্মুখের কয়েক গাছি চুল শক্ত করিয়া ধরিয়া তাহার মুখের দিকে তাকাইয়া একবার সূরা কদর পাঠ করিয়া মাথায় একটি ফু দিবে ।
অথবা-- নীচের কালেমাটি পাঠ করিয়া কোন সুগন্ধি ফুলে দম করে যাহাকে ঐ ফুলের ঘ্রাণ লওয়াইবে,সে স্ত্রী হউক কিংবা পুরুষ হউক অত্যন্ত অনুরক্ত হইয়া পড়িবে ।
কালেমাটি এইঃ আদামু রাহীনা হাক সাওয়াহা ।
অথবাঃ- নিম্ন লিখিত কালামটি পড়িয়া পানে ফু দিয়া ঐ পান কাহাকেও খাওয়াইতে পারিলে সে তাহার জন্য পাগলের ন্যায় হইয়া যাইবে ।
কালামটি এইঃ হুল হুল জুল জুল উমকি বুসবারকুর ।
অথবাঃ-- নিম্নলিখিত কালামটি পড়িয়া শুপারির উপর ফুক দিয়া যাহাকে ঐ শুপারি খাওয়ানো যাইবে সে ব্যাক্তি তাহার ভালবাসায় এমন মত্ত হইয়া পড়িবে যে এক মুহুর্তও তাহাকে না দেখিয়া থাকিতে পারিবে না ।
কালামটি এইঃ কাইতু কাইতু সাওয়াহা ।
(সাবধান! উপরোক্ত তদবির গুলি যেন শরিয়ত নিষিদ্ধ স্থেনে ব্যাবহার করা না হয় । তাহা হইলে কঠিন গুনাহ হইবে ।)
একটি মন্তব্য পোস্ট করুন