যাদুই আংটি তৈয়ার করিবার পদ্ধতি

যাদুই আংটি তৈরি করার নিয়মঃ

যাদুই আংটি

মোহরে সোলায়মানী বা যাদুই আংটির গুণাগুণ অদ্ভূত ধরনের এবং ইহার শক্তিও অপরিসীম। যে লোকের নিকট এই আংটি থাকিবে বা ব্যবহার করিবে, তাহার জীবনে কোন দিন অভাব অনটন বা খাদ্যাভাব দেখা দিবে না। ইহা ব্যতীত সে ব্যক্তি যখন যে কার্য শুরু করিবে, তাহাতে প্রচুর বরকত হইবে এবং সাফল্য লাভ করিবে। এবং এই আংটি ব্যবহার করিয়া যে মজলিসে বা যে দেশে যাইবে, সেখানকার লোকজন তাহাকে সম্মান করিবে ও ভক্তি শ্রদ্ধা করিবে এবং অন্তরের সহিত ভা বাসিবে।

এই যাদুই আংটি যদি কোন ক্যাশ বাক্সে বা আলমারী অথবা সিন্ধুকে রাখে, তবে অল্প দিনের ভিতরে উহা টাকা পয়সা ও ধন সম্পদে পরিপূর্ণ হইয়া যাইবে। যদি কোন ব্যক্তি উহা তাহার ব্যবসা প্রতিষ্ঠানে রাখিলে, ঐ প্রতিষ্ঠানে প্রচুর লাভ হইবে এবং বিক্রয় ক্ষমতা বৃদ্ধি হইবে। এই আংটি ব্যবহার করিয়া কোন শষ্য ক্ষেত্রে বা বাগ-বাগিচার মধ্য দিয়া ঘোরাফিরা করিলে, উহাতে ফসল এবং ফল ফলাদী প্রচুর পরিমাণে উৎপাদিত হইবে। এই আংটি সঙ্গে ব্যবহার করিয়া কোর্টে বিচারকের সম্মুখে উপস্থিত হইলে সে তাহার প্রতি সদয় হইবে এবং মোকদ্দমায় জয়ী হইবে। শত্রুর সম্মুখে উপস্থিত হইলে, সে নতী স্বীকার করিবে। এবং শত্রু বন্ধুতে পরিণত হইবে।

যাদুই আংটি তৈয়ার করিবার পদ্ধতি নিম্নে উল্লেখ করা হইলঃ

যে কোন চন্দ্র মাসে শুক্ল পক্ষের সপ্তমীর দিন সকাল বেলা অজু গোছল করিয়া পাক পবিত্র পোশাক পরিধান করিয়া স্বর্ণকারের দোকানে যাইয়া সম পরিমাণ সোনা ও রূপা দ্বারা একটি পাত তৈয়ার করাইবে। তারপর ঐ পাতের এক দিকে নিম্নের হরফের নকশটি খুদ্বিত করিবে এবং পাতের অপর দিকে সংখ্যার নকশাটি খুদিত করিবে। তারপর পাতখানা দ্বারা একটি আংটি তৈয়ার করাইবে। এই হইল যাদুই আংটি বা মোহরে সোলায়মানী।


নকশা দুইটি এইঃ



Post a Comment

নবীনতর পূর্বতন

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন