পুংলিঙ্গ মূল সরু বা বাকা ও দুর্বল হইলে তাহার তদবিরঃ

 


পুংলিঙ্গ মূল সরু বা বাকা ও দুর্বল হইলে তাহার তদবিরঃ

পুরুষের লিঙ্গ মূল কিম্বা বক্র ও দুর্বল হইলে নারী গমনের উপায় থাকে না এবং মনে কোন সুখ শান্তি স্থান পায় না । সর্বদাই চিন্তা ভয় ভাবনায় আহার পর্যন্ত করিতে ইচ্ছা হয় না । তজ্জনা ইউনানী হাকিমগণ ইহার তদবীর বলিয়া গিয়াছেন ।

প্রথম তদবীরঃ

গোলে আরমানি বজরূঞ্চ__ এই বস্তু এক সঙ্গে কুটিয়া বিশুদ্ধ ছেরকার সহিত মিশাইয়া অল্প গরম করে লিঙ্গে প্রলেপ দিবে ।।

দ্বিতীয় তদবিরঃ

কচ্ছপের ডিম এক তোলা,আরগুরগিরি এক তোলা, মেহেদির ফুল এক তোলা,বাবলার কুড়ি এক তোলা, গেটে হলুদা এক তোলা __ এই দ্রব্য গুলিকে কুটিয়া পানিতে ছানিয়া অল্প গরম করিয়া চার পাঁচ দিন প্রলেপ দিবে ।

তৃতীয় তদবীরঃ

মোহা নিমের কুড়ি,পোস্তের আরক,কালজিরা, গোলমরিচ, বেলাইগন্ধ,কুচলে, ভোজপাতা  প্রত্যেক বস্তু সমান অংশে লইয়া পানিতে পিষিয়া অল্প গরম করিয়া তিন দিন কি সাত দিবস লাগাইবে ।।

চতুর্থ তদবিরঃ

কালজিরা, আরগুরগিরি সোডার পানিতে পিষিয়া অল্প অগ্নিতাপে গরম করিয়া প্রলেপ দিবে ।

 

Post a Comment

নবীনতর পূর্বতন

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন