মহব্বত পয়দা হওয়ার পরিক্ষীত তদবির


মহব্বত পয়দা হওয়ার তদবিরঃ

যদি কোন ঘরে নিজেদের মধ্যে মনোমালিন্য বা ঝগড়া বিবাদের সৃষ্টি হয় তা দূর করতে অথবা দুই শত্রুর মধ্যে মহব্বত প্রতিষ্ঠা করতে কিংবা প্রিয়জনকে বাধ্য করতে নিম্নলিখিত আমল করিবে। নিম্নোক্ত আয়াত শরীফ লিখে পানিতে ধুয়ে পান করাবে। পান করাতে না পারলে মতলুব ব্যক্তি যে কুয়ার পানি পান করে ঐ কুয়ায় লিখিত তাবিজ ফেলে দেবে। আল্লাহর রহমতে মহব্বত প্রতিষ্ঠা হবে। তবে খবরদার শরীয়তের খেলাপ কোন কাজে আমল করিলে ফল খারাপ হবে আয়াত শরীফ নিচে দেওয়া হল।

وَجَآءَ مِنْ اَقْصَا الْمَدِينَةِ رَجُلٌ يَّسْعَى قَالَ يٰقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ

উচ্চারণঃ ওয়াজ্বা---য়া মিন্ আক্ব্ ছোয়াল্ মাদীনাতি রাজু লুইঁ ইয়াস্‘আ- ক্ব-লা ইয়া-ক্বও মিত্ তাবি‘উল মুর সালীন্।

অর্থঃ অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এল। সে বলল, হে আমার সম্প্রদায় তোমরা রসূলগণের অনুসরণ কর।

اتَّبِعُوْا مَنْ لَّا يَسْـَٔلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ

উচ্চারণঃ ইত্তাবি‘উ মাল্লা-ইয়াস,য়ালুকুম্ আজ্ব রও ওয়া হুম মুহ্তাদূন্।

অর্থঃ অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত।

(সূরা ইয়াসীন ২০ থেকে ২১ আয়াত)

Post a Comment

নবীনতর পূর্বতন

এখানে ক্লিক করে বই ডাউনলোড করুন